নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২০
১১:০২ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১১:০৩ অপরাহ্ন
হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আজ সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হবিগঞ্জ থেকে ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে ৬০টি নমুনা পাঠানো হয়। নমুনাগুলো পরীক্ষার পর ২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আজ সকালে ঢাকা থেকে আমাদের এ তথ্য জানানো হয়েছে।'
উল্লেখ্য, হবিগঞ্জে এখন পর্যন্ত ৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এনসি-০২/এনপি-০৯