চুনারুঘাটে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

চুনারুঘাট সংবাদদাতা


মে ১১, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন



চুনারুঘাটে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

শনিবার (৯ মে) হবিগঞ্জের চুনারুঘাটে এফ-এন (ফাতেমা-নুর) ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ৪শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, সোনালী ব্যাংক বাহুবল শাখার ব্যাবস্থাপক মো. আব্দুল কাইয়ুম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম জীবন, মো. আব্দুল হালিম, বাংলা টিভি ৭১ এর প্রতিনিধি মো. রহমত আলী, ফাউন্ডেশনের সদস্য মো. আলমগীর, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, চুনারুঘাটে ব্যকস নেতা সাজিদুল ইসলাম, কেউন্দা গ্রামের সাবেক ইউপি সদস্য রাহিদ মিয়া, মীর শানু মিয়া প্রমুখ।

এফ-এন ফাউন্ডেশন ইউকে'র ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, এফ-এন ফাউন্ডেশন থেকে সমাজের অবহেলিত মানুষকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি আমরা। দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা চাই। আপনার ও আমার একটু সহযোগিতাই পারে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। আসুন যার যার অবস্থান থেকে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষের মাঝে কিছু খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করি।

 

জেএ/আরআর