শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ১০, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জে চাল বিতরণে অনিয়মের অভিযোগে নূরপুর ইউপনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক মুখলিছ মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার (৯ মে) রাত ১০টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
গত শুক্রবার (৮ মে) তদন্ত করে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের সত্যতা পান। তদন্তে ৩শ কেজি চালের হদিস পাওয়া যায়নি। ১৭শ কেজি চাল জব্দও করা হয়।
এসএইচআরডি-০১/এনপি-০৭