উহানের সেই ল্যাব অক্টোবরেই বন্ধ করেছিল চীন!

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২০
০৬:৪২ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন



উহানের সেই ল্যাব অক্টোবরেই বন্ধ করেছিল চীন!

চীনের উহানের যে ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সেটি গত বছরের অক্টোবরেই বন্ধ করে দেয় চীন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ। তাদের এ দাবির ফলে চীনের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ নতুন দিকে মোড় নিল।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা নথিগুলো পর্যালোচনা করে দেখেছে। তবে এ সংবাদমাধ্যমটি ব্যক্তিগতভাবে লন্ডনভিত্তিক একটি পর্যালোচনা সংস্থা দিয়েও বিষয়টি পর্যবেক্ষণ করিয়েছে।

মার্কিন গোয়েন্দাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা না হলেও লন্ডনভিত্তিক ওই প্রতিষ্ঠানটি এনবিসি নিউজকে তাদের পর্যালোচনা জানিয়েছে।

এতে দেখা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে মোবাইলের কোনো ব্যবহার হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, এ সময়টি ওই গবেষণাগারে বিপর্যয় সৃষ্টির মতো কোনো কিছু ঘটে থাকতে পারে। আর সেটা ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে ঘটেছে।

তবে ওই প্রতিবেদনে গবেষণাগারটি বন্ধ করে দেওয়া কিংবা সেখান থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার মতো কোনো প্রমাণ উঠে আসেনি।

মার্কিন কর্মকর্তারা এনবিসি নিউজকে বলেছেন, ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বরের যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনের দিকে আঙুল তুলে আসছেন। অনেক সংবাদমাধ্যমও তাদের প্রতিবেদনে চীনের প্রতি এ অভিযোগ করেছে। তবে চীন বরাবরই তা অস্বীকার করে আসছে।

 

এএফ-০৮