সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২০
১১:১৪ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২০
১১:১৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পরদিনই দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক সহযোগীরও কোভিড-১৯ ধরা পড়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউস পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কেটি প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী।
দুই দিনের ব্যবধানে দুই কর্মীর কোভিড-১৯ শনাক্ত হওয়ায় হোয়াইট হাউসে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। সতর্কতার অংশ হিসেবে প্রতিদিনই ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। “প্রেসিডেন্টের সুরক্ষায় সতর্কতার সব ধরনের পদক্ষেপ নেয়া হবে,” বলেছে হোয়াইট হাউস।
ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস আজ শনিবার (৯ মে) সকাল পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেরই ৭৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; দেশটিতে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যাও এখন ১৩ লাখ ছুঁইছুঁই। মৃত্যুর মিছিল বন্ধ না হলেও অর্থনীতি সচলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এরই মধ্যে নানান বিধিনিষেধ শিথিল করেছে।
বিবিসি জানিয়েছে, কেটির দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ার ফোর্স টু থেকে তার ছয় সহযোগীকে নামিয়ে আনেন। এ ছয়জন সাম্প্রতিক সময়ে কেটির সংস্পর্শে এসেছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে।
সহযোগী আক্রান্ত হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শরীরে নতুন করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।
এনপি-০৯