জার্মানির বার্লিনে ৯ বাংলাদেশি করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ০৯, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



জার্মানির বার্লিনে ৯ বাংলাদেশি করোনা আক্রান্ত

জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমন কমছে। দেশটিতে পর্যায়ক্রমে বিধি-নিষেধেও আনা হচ্ছে শিথিলতা। তবে কোনো কোনো অঙ্গরাজ্যে বেড়েছে করোনার প্রকোপ। দেশটিতে বসবাসরত প্রায় ২০ হাজার বাংলাদেশির মধ্যে করোনায় এখনও কেউ মারা না গেলেও আক্রান্ত হয়েছেন অনেকে। জার্মানির বার্লিনে নতুন করে আরও ৯ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। আক্রান্তদের মধ্যে একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিধিনিষেধ আরও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাঙ্গেলা মার্কেলের সরকার। গত বুধবার জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বর্তমানে সংক্রমণ বিবেচনায় কয়েক দিন আগে নেওয়া বিধিনিষেধ আরও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন আঙ্গেলা মার্কেল। তবে সামাজিক দূরত্ব ও গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান বিধিনিষেধ বলবৎ থাকবে।

দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিথিলতা মানেই স্বাভাবিক চলাফেরা নয়, বরং সচেতনতাই পারে সংক্রমণ থেকে বাঁচাতে। আর স্বাস্থ্যবিধি না মানলেই আসতে পারে করোনা মহামারির দ্বিতীয় ধাপ। আর সেটা হবে ভয়াবহ।

মার্কেল সরকারের গ্রহণ করা শিথিলতার সিদ্ধান্তের কারণে জার্মানির অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে অভিমত অর্থনীতিবিদদের। তবে যতদিন প্রতিষেধক টিকা তৈরি না হবে ততদিন পর্যন্ত সংকট থাকারও সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, এখন পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ৭ হাজার ৩৯২ জন মারা গেছে।

 

এএফ-০৯