শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
মে ০৮, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জায়েদা খাতুন (৬৫) অবশেষে মারা গেছেন।
বুধবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জায়েদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জায়েদা খাতুন শৈলজুড়া গ্রামের সিদ্দীল আলীর স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাতী লিমন মিয়া।
জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে ওই গ্রামের উস্তার মিয়ার বাড়ির সামনের রাস্তা দিয়া হাঁটার সময় শৈলজুড়া গ্রামের পাচাল এলাকার মৃত মমিন শাহ’র ছেলে টমটম চালক সেলিম শাহ্ ধাক্কা গাড়ি দিয়ে দিলে গুরুতর আহত হন জায়েদা খাতুন। পরে জায়েদাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান জায়েদা। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর থেকে টমটম চালক সেলিম মিয়া পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসডি/আরআর