সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাস রাশিয়ার মন্ত্রীসভায় হানা দিয়েছে যেন। করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা। এর আগে গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর আরও দুই মন্ত্রী আক্রান্ত হওয়ার পর এবার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা হলেন। দেশটির গণমাধ্যম ডেইল সাবাহ’র প্রতিবেদন থেকে জানা গেছে, ওলগা ঝুঁকি মুক্ত আছেন।
সরকারি সূত্রে খবর, প্রাথমিক পর্যায়েই ওলগা লুইবিমোভার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তবে বড় কোনও ঝুঁকি নেই। তাই হাসপাতালে ভর্তি না করে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। খবর ডেইলি সাবাহ’র।
ওলগার প্রেস সেক্রেটারি আনা উসাচেভার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, মন্ত্রীর হালকা লক্ষণ আছে এবং তিনি ঘরে বসে কাজ করছে এবং মিটিং অনলাইনে সারছেন।
এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রাণহানি বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৩২৭ জন।
এএফ-০৪