সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
১০:৩৩ অপরাহ্ন
পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৭ মে) ভোর সাড়ে পাঁচটায় জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রাক্তন ইউপি সদস্য শাজাহান এবং আক্তার মিয়ার লোকদের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় একমাস আগে দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়েছিল বলে তারা জানিয়েছেন।
এনপি-০৫