করোনা বিপর্যস্ত হবিগঞ্জবাসী পেলেন সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক


মে ০৬, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন



করোনা বিপর্যস্ত হবিগঞ্জবাসী পেলেন সুসংবাদ

করোনাভাইরাসের সংক্রমণে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত হবিগঞ্জ জেলা। প্রশাসন, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবচেয়ে বেশি আক্রান্ত এ জেলায়। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরকম পরিস্থিতিতে জেলায় প্রথম একজন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আজ। করোনা বিপর্যস্ত জেলার জন্য এটা বড় সুসংবাদ হয়ে এসেছে।

আজ মঙ্গলবার (০৫ মে) বেলা সাড়ে ১২ টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল থেকে সুস্থ হওয়া রোগীকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, আজ হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে একজন রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি নায়ারনগঞ্জ ফেরত ছিলেন। পর পর দুই পরিক্ষায় নেগেটিভ আসায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

 

এনএইচ-০১/এএফ-০৬