শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

মাধবপুর প্রতিনিধি


মে ০৪, ২০২০
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৩:১৯ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর নামক স্থানে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই রিকশায় থাকা দুই আরোহী। 

আজ রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহত রিকশাচালকের নাম গিয়াস উদ্দিন (৩৮)। তিনি উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র। 

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হন। আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএম/আরআর