লাখাই প্রতিনিধি
মে ০৩, ২০২০
০৮:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৮:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাইয়ে নতুন করে একজন নার্সের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে । তিনি লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার ও ৪ জন নার্স রয়েছেন।
গতকাল শনিবার (২ মে) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান জেলায় দুইজন আক্রান্তের খবর নিশ্চিত করেন । আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলায় ১ জন ও বাহুবল উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে হলো ৭৪ এবং মৃতের সংখ্যা ১।
এসসিবি-০১/এনপি-০১