লাখাই প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২০
০৯:২০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৯:২০ পূর্বাহ্ন
লাখাই উপজেলায় নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জনে দাঁড়াল।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৮০ টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের করোনা পজিটিভ আসে। তাদের সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা ।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান জানান, আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন লাখাই উপজেলার বাসিন্দা ও ১ জন সদর উপজেলার বাসিন্দা রয়েছেন।
সকলের বয়স ২৩ থেকে ৫০ এর মধ্যে। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার স্বজনগ্রামের ২ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছেন।
জানা গেছে, তারা সকলেই নারায়ণগঞ্জ ফেরত।
এসসি/বিএ-২০