বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২০
১১:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১১:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর বাড়ি উপজেলার কাশেমনগর এলাকায় বলে জানা গেছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস শনিবার রাত সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করে বলেন, এ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির লকডাউন করা হবে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএ-০৪