সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২০
০৯:৩৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৯:৫৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক যুবক। এ বছর জেলায় প্রথম কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলেন। আক্রান্ত রোগী শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা। তার নাম মো. তারেক ( ৩৫ )।
জানা যায়, গত কয়েকদিন আগে তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গলে এক চিকিৎসকের শরণাপন্ন হন। জ্বরের তীব্রতা ও অনান্য উপসর্গ দেখে তার পরীক্ষা করলে তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রীমঙ্গলের কলেজ রোডের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তার বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
এনএইচ/বিএ-১৮