নিজস্ব প্রতিবেদক ও হবিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২০
০৫:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলা প্রশাসনের চার কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) নতুন আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে এই চার জন রয়েছেন। তারা হলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজির।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তার কিভাবে করোনা আক্রান্ত হলেন বুঝতে পারছি না। তারা অফিসের বাইরে তেমন বের হয়নি। অফিসেই ছিলেন। অফিসে অনেক লোকজন আসেন। সম্ভবত এদের মাধ্যমেই তারা করোনা আক্রান্ত হয়েছেন।’
আক্রান্তদের তিনজন আইসোলেশনে এবং একজন হোম কোয়ারেন্টিনে আছেন বলে তিনি জানান।
এনসি-০৩/এএফ-১৭