করোনায় বৈধ হচ্ছে অবৈধ বল টেম্পারিং!

খেলা ডেস্ক


এপ্রিল ২৫, ২০২০
০১:১০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০১:১০ অপরাহ্ন



করোনায় বৈধ হচ্ছে অবৈধ বল টেম্পারিং!

লাল বলের উজ্জ্বলতা কমে গেলে মাঠের লড়াইয়ে সুবিধা পান ব্যাটসম্যানরা। তাই বোলিং আক্রমণের ধার বাড়াতে বলটা পরিষ্কার করে নেন বোলাররা। সেটা করতে গিয়ে ব্যবহার করেন মুখের লালা। তারপর রুমাল বা এক টুকরো কাপড় বা পায়জামায় ঘষে বল পরিষ্কার করেন ক্রিকেটাররা। থুতুর বাইরে কৃত্রিম কোনো কিছু দিয়ে বল পরিষ্কার করলে সেটা শাস্তি যোগ্য অপরাধ। যাকে বলে বল টেম্পারিং।
ক্রিকেটের সেই ট্যাবু সম্ভবত ভাঙতে চলেছে আইসিসি। বল টেম্পারিংকে বৈধতা দিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা করছে চিন্তা-ভাবনা। তাদেরকে এটা করতে বাধ্য করছে অবশ্য করোনাভাইরাস।
কেননা লালা দিয়ে বল পরিষ্কার করা হলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এক ক্রিকেটার থেকে অন্য ক্রিকেটারদের মধ্যে। আইসিসির মেডিকেল কমিটি এমনটাই বলছে। সেজন্য আম্পায়ারদের তত্ত্বাবধানে বল পরিষ্কার করতে লালার বদলে কৃত্রিম কোনো পদার্থ ব্যবহারের অনুমতি দেওয়া যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইসিসি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো ব্যাপারটা রয়েছে আলোচনার টেবিলে।
এখন প্রশ্ন হলো- লালা দিয়ে তো বল পরিষ্কার করা যাবে না। তাহলে বোলাররা বলটা পরিষ্কার করবে কী দিয়ে? আর বলটা যদি পরিষ্কার করা না যায় তাহলে তো ব্যাটসম্যানরা লড়াইয়ে এগিয়ে থাকবেন। আর মার খাবেন বোলাররা। কিন্তু ক্রিকেট ময়দানের লড়াইয়ে তো ভারসাম্য রাখতে হবে।
তাই কার্যকারিতা ও আকৃতি ঠিক রেখে বল কী দিয়ে পরিষ্কার করা যায় সেটা ঠিক করতে বিভিন্ন বল প্রস্তুতকারী কোম্পানি- কোকাবুরা, ডিউক বা এসজি’র সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। বলে সঠিক মুভমেন্ট পেতে মোম, চামড়ায় ব্যবহৃত বা জুতা পালিশের তরল কোনো পদার্থ ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। আগামী মাসের শেষ দিকে বা জুনের শুরুতে বল টেম্পারিংয়ের বৈধতা দিতে আলোচনায় বসবে আইসিসি ও ক্রিকেট আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

এআরআর/০২