মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে তার করোনা শনাক্ত হয়।
এদিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রাদার হিসেবে কর্মরত এই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মাধবপুর উপজেলায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, করোনা শনাক্ত ব্যক্তির মাঝে বড় কোনো লক্ষণ ছিল না। গত কয়েকদিন যাবত হালকা সর্দি ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের রুটিন চেক-আপ হিসেবে গত মঙ্গলবার (২১ এপ্রিল) তার নমুনা পাঠানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পরে তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো। করোনার কোনো খারাপ লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে না।
এসএম/আরআর