সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৫, ২০২০
০১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষামূলক প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এটি ইউরোপেও মানবদেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ।
গণমাধ্যমে বলা হয়, দুজন স্বেচ্ছাসেবীর দেহে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে । প্রথম ধাপে প্রায় ৮০০'র বেশি স্বেচ্ছাসেবীর দেহে এটা প্রয়োগ করা হবে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে অর্ধেক কভিড-১৯ এর জন্য টিকা গ্রহণ করবেন। আর বাকিরা গ্রহণ করবেন কন্ট্রোল ভ্যাকসিন। যা মেনিনজাইটিস থেকে সুরক্ষা দেয়, তবে করোনাভাইরাস থেকে নয়।
প্রথম টিকা নেওয়া দুজনের মধ্যে একজনের নাম এলিসা গ্রানাটো। তিনি বলেন, ‘আমি একজন বিজ্ঞানী। তাই আমি বৈজ্ঞানিক এই প্রক্রিয়াটিকে সহায়তা করতে চেয়েছি। আর দ্বিতীয় ব্যাক্তি হলেন এডওয়ার্ড ও নীল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল করোনাভাইরাসের টিকা তৈরির কাজ শুরু করেন। জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক সারাহ গিলবার্ট এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।
এনপি-০৭/বিএ-০৫