মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৪:০৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে সরকারি আদেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস দেওয়ায় সেমকো ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাধবপুর পৌরসভাস্থ এই ফিলিং স্টেশনে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
এর আগে গতকাল বুধবার সিলেট মিররে 'মাধবপুরে মিলছে জ্বালানি, চলছে গণপরিবহণ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারি নির্দেশ অমান্য করে গণপরিবহণে জ্বালানি সরবরাহ করা ও এর ফলে উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকির কথা বলা হয়। এর প্রেক্ষিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, গত ৯ এপ্রিল থেকে কৃষিকাজ, আইনশৃঙ্খলা ও ও জরুরি চিকিৎসাসেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোনো গণপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারি করা হয়েছে। কেউ আইন না মানলে জরিমানা করা হচ্ছে এবং পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি রয়েছে।
এসএম/আরআর