লাখাই প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
১১:০২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১১:০৪ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত যুবক ঢাকা ফেরত। উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ওই যুবক (৩৮) ১২ দিন আগে ঢাকা থেকে লাখাইয়ে আসেন। এ নিয়ে লাখাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫। এর আগে এ উপজেলায় আরও চারজেনের করোনা শনাক্ত করা হয়।
গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের কাছে নতুন একজন আক্রান্তের খবর প্রেরণ করা হয়।
আক্রান্ত যুবক ১২ দিন আগে ঢাকা থেকে আসেন এবং গত ২১ শে এপ্রিল কাটা পায়ের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কাশি থাকায় তার নমুনা সংগ্রহ করে কোভিড -১৯ পরীক্ষার জন্য সিলেটে প্রেরণ করলে তার ফলাফল পজেটিভ আসে।
ঢাকায় বসবারত হোটেল কর্মচারী, গার্মেন্টস কর্মী ও হকাররা লাখাই উপজেলায় বাড়িতে ফিরে আসায় ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এ ব্যাপারে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এসসিবি-০১/এনপি-০৩/এএফ-০৬