নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২০
১২:০০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
১২:০০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে করোনা আক্রান্ত নারীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িটিও লকডাউন করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন।
তিনি জানান, গত ১৯ এপ্রিল ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (২২ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এই নারীর করোনা পজেটিভ ধরা পড়ে। খবর পেয়ে তার পরিবারের সবাই কে সতর্ক করা হয়েছে। এবং তার বাড়িটি লকডাউন করা হয়। তবে তিনি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি এ কর্মকর্তা।
বিএ-০৪