কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
০৬:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৬:০১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫০০ কর্মহীন, অসহায়, হতদরিদ্র সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয়ে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।
এসডি/আরআর