শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
নিখোঁজ নবীনা বেগম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক নারী গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ নারীর নাম নবীনা বেগম (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়াডের্র পশ্চিম রুপসপুর গ্রামের মো. পৌরশ মিয়ার স্ত্রী।
নিখোঁজের স্বামী পৌরশ মিয়া জানান, চলতি মাসের ২ এপ্রিল ভোরে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান নবীনা। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ পরিচিত-অপরিচিত সকলের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিখোঁজ নবীনা বেগমের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। তার পরনে ছিল নীল ও সাদা রঙের ফুল আঁকা পুরোনো একটি শাড়ি।
এ বিষয়ে শ্রীমঙ্গল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী পৌরশ মিয়া (জিডি নং-৫২৯)। কেউ নবীনা বেগমের সন্ধান পেলে ০১৭৭২৫৯৪৪৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
জিকে/আরআর