সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২০
১১:৩২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
১১:৩২ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসের কঠিন পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মুহাম্মদ সলিহ।
আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএফ/১৩