সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২০
১০:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
১০:১৬ অপরাহ্ন
ফ্রান্সের রাজধানী প্যারিসের পানিতে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। তবে সরবরাহকৃত খাবার পানিতে নয়, বরং বিভিন্ন পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের জন্য যে পানি সংগ্রহ করা হয় সেখানে এর উপস্থিতি পাওয়া গেছে। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে প্যারিস সিটি করপোরেশন।
সিটি করপোরেশন বলছে, প্যারিসের ২৭টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার মধ্যে চারটিতে কোভিড-১৯ পাওয়া যায়। এর পরপরই পানির লাইনগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
প্যারিসের পানি বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পানি সেইন নদী থেকে উত্তোলন করা হয়, যা বিভিন্ন পার্ক, ফোয়ারা, বাগান ও রাস্তা পরিষ্কার করার কাজে সিটি করপোরেশন ব্যবহার করে।
তবে খাবার পানির সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্যারিসের পানি বিতরণ কর্তৃপক্ষ। তারা বলছে, খাবার পানির পাইপলাইন আর বিভিন্ন কাজে ব্যবহারকৃত পানির লাইন সম্পূর্ণ আলাদা। এতে সাধারণ মানুষের আশঙ্কার কোনো কারণ নেই।
তবে কীভাবে ওই পানি করোনাযুক্ত হলো, আর কীভাবে পানিকে নিরাপদ ও বিশুদ্ধ করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানিয়েছে প্যারিসের পানি বিতরণ কর্তৃপক্ষ।
এএফ/০৬