নবীগঞ্জে সরকারি মেশিন দিয়ে ধান কাটা শুরু

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৯, ২০২০
০৪:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৪:৪৭ পূর্বাহ্ন



নবীগঞ্জে সরকারি মেশিন দিয়ে ধান কাটা শুরু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়াভাঙ্গা হাওরে সরকারি মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই হাওরে গিয়ে ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের এই দেশে খাদ্যর অভাবে কেউ মরবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র, শ্রমিক ও কৃষকদের জন্য যথেষ্ট পরিমাণ খাবার রেখেছেন।

এ সময় ধান কাটার শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে দুধ, বিস্কুট, কেকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলার কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, মো. হাসান চৌধুরী, মো. সফিকুল ইসলাম নাহিদ প্রমুখ।

 

এএম/আরআর