সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন
কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে আজ শনিবার (১৮ এপ্রিল) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ সেট পূর্ণাঙ্গ পিপিই প্রদান করা হয়েছে।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনের হাতে পিপিই হস্তান্তর করেন কামরান আছমা সেন্টারের সভাপতি ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু। এসময় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ, কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক ডা. তাজুল ইসলাম আসাদ, সদস্য ডা. শাহিন আহমদ। এছাড়াও হাসপাতালের করোনা রোগ সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পিপিই সামগ্রী প্রদান করায় কামরান আছমা হেলথ কেয়ার সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এনপি-০৭/বিএ-১৪