সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৮, ২০২০
০৮:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৮:০৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে (১২) গত কিছুদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিল। বুধবার পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরদিন উন্নত চিকিৎসার জন্য পরিবারের অনুরোধে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, কিন্তু পরিবারের সদস্যরা তাকে সেখানে না নিয়ে বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার মেয়েটি মারা যায় এবং বিকেলে তাকে দাফন করা হয়। তবে সে করোনাভাইরাসে আক্রান্ত নয়।
এসএমআর-০১/এএফ-১০