মায়ানমার মুক্তি দিচ্ছে ২৫ হাজার বন্দীকে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২০
০৭:২৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৭:২৬ পূর্বাহ্ন



মায়ানমার মুক্তি দিচ্ছে ২৫ হাজার বন্দীকে

নববর্ষ উপলক্ষে প্রায় ২৫ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার। আজ শুক্রবার প্রেসিডেন্ট উইন মিন্ট এক বিবৃতিতে দেশের বিভিন্ন কারাগারে আটক থাকা ২৪ হাজার ৮৯৬ জন বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। 

এদের মধ্যে ৪৭ জন বিদেশিও রয়েছে। মায়ানমারের নাগরিকদের আনন্দ ও মানবিকতা বিবেচনায় নিয়ে এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি। 

তবে কোন ধরনের অপরাধে জড়িতরা মুক্তি পাচ্ছেন তা জানানো হয়নি বলে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রতিবছরই বন্দি মুক্তি দেয় মায়ানমার। তবে মুক্তি প্রাপ্তদের মধ্যে সরকার বিরোধী ভিন্নমতালম্বীদের রাখা হয় কিনা তা স্পষ্ট নয়। অর্ধ শতাব্দী ধরে সামরিক শাসন শেষে ২০১৬ সালে ক্ষমতায় আসেন নোবেল বিজয়ী অং সান সু চি। তার প্রথম কাজ ছিল শত শত রাজনৈতিক বন্দির মুক্তি দেওয়া।  

বন্দি মুক্তির খবরের পর বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে অনেক বন্দির স্বজন জড়ো হয়। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে জড়ো হন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৮৫ হন আক্রান্ত শনাক্ত হয়েছে আর মারা গেছে চার জন।

 

 

আরসিসি-১০/