বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গতকাল বুধবার (১৫ এপ্রিল) ২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১৯ জনের নমুনা সংগ্রহ করা হলো। এর মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল বুধবার দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তারা সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন।
এজে/আরআর