কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৫:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভার ভবনে কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরাম ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দের হাতে ২৫টি পিপিই তুলে দেন মেয়র জুয়েল আহমেদ।
করোনা পরিস্থিতিতে পৌর এলাকার অসহায় মানুষের পাশে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর পাশাপাশি এবার পিপিই নিয়ে তিনি কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ালেন। করোনা পরিস্থিতির মধ্যে পেশাগত কাজে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা কমলগঞ্জের সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণের সময় সাংবাদিক নেতৃবৃন্দরা পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
পিপিই বিতরণের সময় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি/আরআর