শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বমানের পাঁচ তারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পক্ষ থেকে করোনাভাইরাসের দুর্যোগে দুস্থদের সেবায় ২৪ টন চাল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ও আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ফারুক রহমান মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নিকট ১২ টন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নিকট ৪ টন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস ছালেকের নিকট ৪ টন ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নিকট ৪ টন চাল হস্তান্তর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ বাংলাদেশের প্রথম সারির পাঁচ তারকা রিসোর্ট হিসেবে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে।
পিআর/আরআর