রাজনগর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২০
০৫:২১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৫:২১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে আসন্ন আউশ মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৩শ ৫০ জন প্রান্তিক কৃষককে কৃষি বিভাগের উদ্যোগে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের অনুমতিক্রমে আজ সোমবার (১৩ এপ্রিল) এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৩শ ৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের আউশ বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, আগামী দিনগুলোতে যেন আমাদের খাদ্য সংকট না হয়, সে কারণে সরকার এই বীজ ও সার দিয়ে আউশ উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াচ্ছেন।
এফএস/আরআর