সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২০
০৮:৫১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৮:৫১ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াল আগ্রাসন চলছেই। প্রাণঘাতি এ ভাইরাসের প্রতিষেধক আবিস্কারে রাত দিন চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তবে এখনও সাফল্য দেখা যাচ্ছে না। কবে সাফল্য মিলবে তাও নয়। তবে আপাতত কাজ চালানোর প্রতিষেধক হিসেবে কিছুটা কাজ দিচ্ছে ‘হাইড্রোকুইনন’ নামে ম্যালেরিয়ার ওষুধ।
গবেষণায় দেখা গেছে, ‘হাইড্রোকুইনন’ নামে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষ কার্যকর হচ্ছে। আর হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ বর্তমানে ভারত।
ইতোমধ্যেই এই ওষুধের জন্য ৩০টি বেশি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এরপরেই বাংলাদেশসহ ১৩টি দেশের তালিকা তৈরি করেছে ভারত। এরই অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ২০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে বলে জানা গেছে।
এএফ/০১