কমলগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন



কমলগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ উপজেলায় কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় ভানুগাছ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করার লক্ষ্যে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ হাতে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়। 

আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সহ-সভাপতি সিদ্দেক আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি অ্যাডভোকেট সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। উল্লেখ্য, ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক তালিকা করা হয়েছে। সে অনুযায়ী ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন দলীয় নেতৃবৃন্দ।

এনপি-০৯/বিএ-১২