কমলগঞ্জে ১০টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৩:৫৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে ১০টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু

 

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, আনোয়ার হোসেন, রাসেল মতলবি তরফদারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এ বিষয়ে আলাপকালে জানা যায়, পৌর এলাকায় সাপ্তাহে ৩ দিন জনপ্রতি ৫কেজি করে ১শ কেজি চাল বিক্রি করা হবে। এতে একজন ক্রেতা ১০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনে নিতে পারবেন।

এনপি-০৬/বিএ-১১