শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২০
০৭:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৭:১২ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ১ হাজার ২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় থানার সামনে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ ও সাবান প্যাকেট করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, সদস্য আমজাদ হোসেন বাচ্চু, অজয় সিংহসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।