ঘরের বাইরে এলে দিতে হচ্ছে করোনা নিয়ে ভাষণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন



ঘরের বাইরে এলে দিতে হচ্ছে করোনা নিয়ে ভাষণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে রয়েছেন র‌্যাব সদস্যরা। অপ্রয়োজনে যারা শহরে ঘুরে বেড়াচ্ছেন ও মাস্ক ছাড়া বেড়িয়েছেন, তাদেরকে দাঁড় করিয়ে করোনা বিষয়ে ভাষণ দেওয়াচ্ছেন র‍্যাব সদস্যরা। রাস্তার এক পাশ থেকে চিৎকার করে বক্তব্য দিতে হচ্ছে, যেন অন্য পাশের লোকজন শুনতে পারেন। এছাড়া যাদের মুখে মাস্ক নেই, তাদেরকে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিয়ে র‍্যাব সদস্যরা হাতে তুলে দিচ্ছেন একটি করে মাস্ক। র‌্যাবের হাতে পড়ে এমন লজ্জা পাওয়ার ভয়ে অনেকেই অপ্রয়োজনে ঘরের বাইরে আসছেন না।

করোনাভাইরাস প্রতিরোধে এভাবেই ব্যতিক্রমী উদ্যোগে মানুষকে সচেতন করছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম। আজ বুধবার (৮ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে র‌্যাবকে এই ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকজন তরুণকে দাঁড় করিয়ে জিজ্ঞেসাবাদ করছে র‍্যাব। জানতে চাওয়া হচ্ছে কেন তারা ঘরের বাইরে এসেছেন। তাদের মধ্যে বেশিরভাগ তরুণই ওষুধ কেনার জন্য শহরে এসেছেন বলে র‌্যাবকে জানান। র‌্যাবের কর্মকর্তা তাদের কাছে কোনো ধরণের প্রেসক্রিপশন কিংবা ওষুধ পাননি। পরে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে করোনাভাইরাসের বিষয়ে বক্তব্য দিতে হয়েছে। 

শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, শহরে অনেকেই অপ্রয়োজনে আসছেন। যাকেই ধরছি হয় ওষুধ, নয়তো বাজার করতে আসছে বলে অজুহাত দিচ্ছে। আমরা অনেক সময় বকাঝকা না করে তাদেরকে দাঁড় করিয়ে চিৎকার করে করোনা প্রতিরোধে কী করতে হবে সেই বিষয়ে বক্তব্য দিতে বলি। অনেকেই লজ্জায় পড়ে শহরে আর আসবে না বলে আমাদেরকে কথা দিয়েছে। মানুষ নিজে থেকে সচেতন না হলে চলবে না। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকতে হবে।