স্বেচ্ছায় লকডাউনে কমলগঞ্জের ১২টি গ্রাম

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২০
০৪:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৪:২৭ পূর্বাহ্ন



স্বেচ্ছায় লকডাউনে কমলগঞ্জের ১২টি গ্রাম

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের উত্তর পতনউষার গ্রামের ৪টি বাড়িকে প্রশাসনিকভাবে লকডাউন করে বাড়িগুলোতে লাল পতাকা লাগানোর পর উপজেলার ১২টি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় গ্রামের প্রবেশপথ বন্ধ করে লকডাউন করেছেন।

গ্রামগুলো হচ্ছে- শমশেরনগর ইউনয়িনের সবুজবাগ, শিংরাউলী, মাধবপুর ইউনিয়নের মাঝেরগাঁও, শিমুলতলা, আদমপুর ইউনিয়নের তেতইগাঁও, ঘোড়ামারা, পশ্চিম কান্দিগাঁও, আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগান, উত্তর তিলকপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এবং কমলগঞ্জ পৌরসভার আলেপুর ও চন্ডীপুর গ্রাম। সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ ও গ্রামে বগিরাগতদের প্রবেশ নিষিদ্ধের জন্য বিভিন্ন গ্রামের তরুণরা স্বেচ্ছায় নিজ নিজ এলাকা লকডাউন করতে শুরু করেছেন।

শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান বলেন, গ্রামের রাস্তা ব্যবহার করে অবাধে ট্রাকযগে ইট, বালু ও মাটি পরিবহন করছে একটি চক্র। গ্রামে বহিরাগতদের আনাগোনা রয়েছে। গ্রামবাসীর সুরক্ষার চিন্তায় গ্রামের ছাত্র ও যুবকরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশপথে বাঁশ পুতে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। বহিরাগতদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গ্রামের মানুষজন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে হাত-মুখ ধুয়ে বাইরে যাচ্ছেন, আবার হাতমুখ ধুয়ে প্রবেশ করছেন। একই অবস্থা দেখা গেছে স্বেচ্ছায় লকডাউন হওয়া অন্য গ্রামগুলোতেও।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ১২টি গ্রাম স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসী তাদের সুরক্ষায় নিজেরাই এটা করেছে।

পতনউষার ইউনিয়নের উত্তর পতনউষার গ্রামের ৪টি বাড়ির ৫টি পরিবারকে লকডাউনে রাখার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ওই পরিবারগুলো করোনাভাইরাসে আক্রান্ত নয়। তবে তারা রাজনগরের আকুয়া গ্রামের লকডাউন এলাকা থেকে এসেছেন বলে আপাতত কিছুদিন আলাদাভাবে থাকতে হবে। সেজন্য এই ৪টি বাড়িতে লাল পতাকা লাগানো হয়েছে।