কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক শিশুর (২) মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় করোনাভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিশুটি মারা যায়।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শিশুটি মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মৃত শিশুর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান বলেন, কিছুদিন আগে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। এখন কি কারণে মারা গেছে তা ডাক্তার ছাড়া সঠিক বলা যাবে না।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকতা মো. আশেকুল হক এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক দল গিয়ে কালেঙ্গা গ্রামের লিটন মিয়ার মৃত শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না তা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। নিউমোনিয়াজনিত সমস্যায় হয়তো মারা গেছে।
তিনি আরও জানান, সাধারণত ছোট শিশুর নিউমোনিয়ার সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট থাকে। আগামী রবিবার রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। শিশুটি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক জানান, আতঙ্ক নয়, সবাইকে সচেতন করতে ওই পরিবারকে হোম কোয়ারেন্টিন মানার নির্দেশনা দেওয়া হয়েছে। টেস্টের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।