রাজনগর প্রতিনিধি
এপ্রিল ০৮, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় লকডাউনকৃত এলাকায় বাইরে থেকে বাজার করে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিচ্ছে রাজনগর থানার পুলিশ।
রাজনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) আবুল হাসিম বলেন, লকডাউন যাতে লঙ্ঘন না হয় সে জন্য যাদের খাদ্য শেষ হয়ে গেছে তারা ফোন করলেই বাজার করে তাদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের আত্মীয়-স্বজন বাইরে থেকে খাদ্য দেওয়ার জন্য আসছেন, আমরা খাদ্যগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও যারা বাজার করতে চাইছেন, আমরা তাদের বাজার করে ঘরে পৌঁছে দিয়ে আসছি।
ওসি আরও বলেন, করোনার সংক্রমণ যাতে বিস্তার ঘটাতে না পারে সে জন্য আমরা সাধ্যমতো সকল প্রকার চেষ্টা অব্যাহত রেখেছি। বিনীত অনুরোধ করছি, সবাই যেন বাড়িতে অবস্থান করেন।