শ্রীমঙ্গলের সেই কিশোরী করোনায় আক্রান্ত নয়

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলের সেই কিশোরী করোনায় আক্রান্ত নয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেই কিশোরীর করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ ফল পাওয়া গেছে।

এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, রিপোর্ট নেগেটিভ এলেও মুসলিমবাগ এলাকার ২০টি পরিবারের মোট ১৩৫ জনকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই কিশোরীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়।