বড়লেখার যুবকের নমুনা পরীক্ষায় মেলেনি করোনা

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন



বড়লেখার যুবকের নমুনা পরীক্ষায় মেলেনি করোনা

ভারত থেকে ফেরা মৌলভীবাজারের বড়লেখার যুবকের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তবে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

গত শুক্রবার ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজকের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

জানা গেছে, ওই যুবকের বাড়ি মৌলভীবাজারে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ঘোলসা গ্রামে। তিনি সম্প্রতি ভারতে গিয়েছিলেন। গত ৩ এপ্রিল  ভারত থেকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। তবু তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে তার শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠায়।

বড়লেখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, ভারত থেকে ফেরা ওই যুবক সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি নিশ্চিত হতে তার শরীরের প্রয়োজনীয় নমুনা ঢাকায় পাঠায়। তার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাতে করোনাভাইরাস পাওয়া যায়নি।