সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২০
০৩:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ বাসায় স্বেচ্ছা আইসোলেশন শুরু করেছেন। তিনি জানিয়েছেন তার পরিবারের একজন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।
বিবিসি টিভির সাময়িক ঘটনাবলীর অনুষ্ঠান নিউজনাইটের নীতি বিষয়ক সম্পাদক লুইস গুডল জানান, গোভ যদিও বলছেন তিনি ডিজিটালি তার কাজকর্ম যথারীতি চালিয়ে যাবেন, কিন্তু প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ক্যাবিনেট মন্ত্রিসভার দায়িত্ব এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মি. গোভ সম্বন্বয়ের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় দায়িত্ব পালন করছিলেন- তার আইসোলেশনে যাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন অসুস্থ থাকাকালীন মি. গোভ তার জায়গায় কয়েকবার দৈনিক সরকারি ব্রিফিংও করেছেন।
এনপি-০৪/বিএ-০৯