বড়লেখায় ১২ শতাধিক পরিবারকে খাবার দিলেন শিমুল

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন



বড়লেখায় ১২ শতাধিক পরিবারকে খাবার দিলেন শিমুল

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শহীদুল আলম শিমুল। তিনি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশে তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ১২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এই খাদ্যসামগ্রী তিনি তাঁর নিজ ইউনিয়ন দক্ষিণভাগ উত্তরের মানুষের পাশাপাশি উপজেলার বর্ণি, দাসেরবাজার ও তালিমপুর ইউনিয়নে গাড়ি দিয়ে পাঠিয়ে বিতরণ করেছেন।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার তেল দেওয়া হয়েছে।

জেলা পরিষদের সদস্য শহীদুল আলম শিমুল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বলেন, করোনাভাইরাসের কারণে মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় অনেকেই বেকার হয়ে পড়েছেন। অনেকে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। মানুষজন যাতে না খেয়ে না থাকে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোট ৪টি ইউনিয়নের সাড়ে ১২শ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। পরবর্তীতে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ পেলে বিতরণ করা হবে।