রাজনগরে শ্রমজীবী মানুষের পাশে শ্রমিকলীগ

রাজনগর প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন



রাজনগরে শ্রমজীবী মানুষের পাশে শ্রমিকলীগ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় হতদরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় শ্রমিকলীগ রাজনগর উপজেলা শাখা।

আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় শ্রমিক লীগ রাজনগর উপজেলা শাখার সদস্য সচিব মো. নান্নু আহমেদের উদ্যোগে ৭ নম্বর কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে ৩০ জন শ্রমজীবীকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও আধা লিটার সয়াবিন তেল আপদকালীন অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মো. নান্নু আহমেদ, ৭ নম্বর কামারচাক ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাবু মনি শোম, সাধারণ সম্পাদক আবুল মিয়াসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসজনিত সংকটের কারণে আজ মানুষ পরিস্থিতির শিকার। এই সহায়তা আমরা পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে বিতরণ করব।