কমলগঞ্জে বিকেল ৫টার পর বন্ধ থাকবে দোকানপাট

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন



কমলগঞ্জে বিকেল ৫টার পর বন্ধ থাকবে দোকানপাট

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে দোকানপাট, গণপরিবহন চলাচল ও বিনা কারণে বাজারে ঘোরাফেরা বন্ধ করা হয়েছে। প্রতিদিন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বিশেষ পর্যবেক্ষণে অনেক দোকানপাট রাত ৮টার পরও খোলা থাকতে দেখা গেছে। অহেতুক মোটরসাইকেল নিয়ে কম বয়সী ছেলেরা বাজারে ঘুরে বেড়াতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।

এ অবস্থায় মৌলভীবাজারের জেলা প্রশাসক আজ সোমবার (৬ এপ্রিল) লিখিত এক নির্দেশনায় ৬ এপ্রিল থেকে বিকেল ৫টার পর কমলগঞ্জ উপজেলার ফার্মেসি, চিকিৎসাসেবায় নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠান ও বিকাশের দোকান ব্যতীত কাঁচাবাজারসহ সকল প্রকার দোকানপাট বন্ধ রাখতে বলেছেন।

তিনি আরও বলেন, মাঠে সরকারি পর্যবেক্ষণ থাকবে। এ নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, গত কয়েকদিন ধরে তিনি, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ও কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ উপজেলার সবগুলো হাট-বাজার এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে। তখন দেখা যায়, সরকারি নির্দেশনা না মেনে অনেক স্থানে দোকানপাট খোলা থাকছে। বিনা কারণে কম বয়সী ছেলেরা বাজারে ঘোরাফেরা করছে। অনেকেই আবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিদিনই জরিমানা করা হয়েছে। এতে জনসমাগম কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। তবে কমলগঞ্জের কাঁচাবাজারে প্রচুর লোকসমাগম লক্ষ্য করা গেছে।