সিলেট মিররে সংবাদ : খাদ্যসামগ্রী পেল শব্দকর পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২০
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০২:২১ পূর্বাহ্ন



সিলেট মিররে সংবাদ : খাদ্যসামগ্রী পেল শব্দকর পরিবার

গতকাল রবিবার (৫ এপ্রিল) দৈনিক সিলেট মিরর এর অনলাইন পোর্টালে 'লবণ চা আর মুড়ি ভাজা খেয়ে দিন পার, দেখার নেই কেউ : কমলগঞ্জে কর্মহীন ৫ শতাধিক শব্দকর পরিবার' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হয় কমলগঞ্জ উপজেলার কালিবাড়ির শিক্ষক ঝুলন চক্রবর্তীর। এরপর ওই অসহার সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় কালিবাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে কমলগঞ্জ পৌর এলাকার অসহায়-হতদরিদ্র কর্মহীন ১০ শব্দকর পরিবারের মধ্যে নিজের সাধ্যমতো খাদ্যসামগ্রী বিতরণ করেন শিক্ষক ঝুলন চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ও সাংবাদিক সজীব দেবরায়।

শিক্ষক ঝুলন চক্রবর্তী বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধ্যমতো কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। করোনাভাইরাস মোকাবেলায় সরকারি বিধিবিধান মেনে সকলকে সচেতন থাকতে হবে। এই পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।