লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর করোনায় মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
১১:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর করোনায় মৃত্যু

মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় বসা লিবিয়ার বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের মৃত্যু হয়েছে। মহামারি করোনাভাইরাসে তিনি মৃত্যুবরন করেছেন।

লিবিয়ার রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্সেস এলায়েন্সের বরাতে আজ সোমবার (৬ এপ্রিল) এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী গত দুই সপ্তাহ ধরে মিশরের রাজধানী কায়রোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

কায়রোর ওই হাসপাতালের একজন পরিচালক বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর তিনদিন পরেই তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

মাহমুদ জিবরিল বিপ্লবী সরকারের প্রধান ছাড়াও, গাদ্দাফি সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করেছিলেন।

এএফ/০৭